ভালুকাসারা ভালুকা
ভালুকায় ট্রাক চাপায় মহিলা শ্রমীক নিহত

ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের হাজিরবাজার নামক স্থানে শনিবার (১৪নভেম্বর) ভোরে ট্রাক চাপায় এক মহিলা শ্রমীক নিহত হয়েছে।
জানা যায়, ভোর ৬.৪০ এর দিকে সাবাব ফেব্রিক্স লিঃ এর শ্রমীক মুক্তাগাছা, মাইনকুন গ্রামের আঃ ছাত্তারের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৫) ডিউটি শেষে বাসায় ফেরার পথে হাজিরবাজারে রাস্তা পারারের সময় ময়মনসিংহগামী বেপরোয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। ভরাডোবা হাইওয়ে পুুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।