ভালুকাভালুকা পৌরসভামিডিয়া দেশ-বিদেশসারা ভালুকা
ভালুকায় মিলেনিয়াম টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকা উপজেলায় বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারী চ্যানেল মিলেনিয়াম টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মিলেনিয়াম টিভির ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা শাখা সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এস.এম. জাহাঙ্গীর আলম, বিজয় টিভি ভালুকা প্রতিনিধি ও প্রেসক্লাব ভালুকার সভাপতি এবি এম জিয়াউদ্দিন বাসার প্রমুখ।
সন্ধ্যায় মিলেনিয়াম টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।