ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ২৮ জন প্রতিদ্বন্ধী

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে২০১৫-১৬শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী২২ নভেম্বর শুরুহবে। এবার ৮২৫টি আসনের বিপরীতে মোট২২,৯২০টি আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনেরবিপরীতে২৮জনভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্যঅনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে২০১৫-১৬শিক্ষা বর্ষের প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা আগামী২২নভেম্বর শুরু হয়ে চলবে ২৬নভেম্বর পর্যন্ত। এই বছর বিশ্ববিদ্যালয়ে ৫টিইউনিটের আওতায়১৬টি বিভাগে৮২৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২২,৯২০টি। এ বছর একটি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিবে২৮জন ভর্তিচ্ছুশিক্ষার্থী।

‘ক’ ইউনিটে ১শত৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪হাজার৭শত৬৭জন। ‘খ’ ইউনিটে১শত০৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪হাজার৯শত৭৮জন। ‘গ’ ইউনিটে১শত৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫হাজার৪শত৩৫জন। ‘ঘ’ ইউনিটে ১শত৮০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭হাজার৮৪জন। ‘ঙ’ ইউনিটে১শত৯০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬শত৫৬জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button