ঢাকাবিভাগীয় খবর

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : ৪ সদস্যের তদন্ত কমিটি

ভালুকা নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করার প্রেক্ষিতে তদন্ত কমিটি ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানানো হয়।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে ‘পানি সম্মেলন ২০১৬’-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু রবিবার রাতে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পরলে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুর্কমেনিস্তান থেকে বুদাপেস্টের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

বাংলাদেশ বিমানের এই বোয়িং ৭৭৭ ফ্লাইটটি প্রধানমন্ত্রীকে নিয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় বুদাপেস্ট পৌঁছায়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button