ভালুকায় ‘সুরবীণা সাংস্কৃতিক সংস্থা’র নবান্ন উৎসব

বিশেষ প্রতিনিধি, ভালুকা নিউজ ডট কম: নৃত্য আর সুরের মুর্ছনায় নবান্ন উৎসব উদযাপন করেছে ভালুকা সুরবীণা সাংস্কৃতিক সংস্থা’র শিল্পীরা। শুক্রবার সন্ধায় সংস্থার নৃত্য বিভাগ সুরবীণা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। নতুন ফসল ঘরে তোলা এবং নবান্নকে বরনের বিভিন্ন উপকরন নিয়ে একে একে নৃত্য পরিবেশন করে শিল্পীরা। ও …আয়রে সবাই আয়রে আয় সোনালী ধানেরও ইশারাতে নবান্নের এ সঙ্গীতের তাল ও ছন্দে প্রথমেই দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা ঘটে।একে একে পরিবেশিত হয় ও ধান বানিরে ঢেকিতে পাড় দিয়া/ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান বানিরে/নাচ করে সুন্দরী গো/নয় নয় মধুর এ খেলা/আমি জ্যোতিষের কাছে যাব/আজি ধানের ক্ষেতের রোদ্র ছায়ায় লুকোচুরি খেলা/ সহ নানা ঢঙের ও বিভিন্ন বৈচিত্রের নাচ।নৃত্যে ছন্দে গ্রামীন জীবন ধারায় নবান্নের বৈচিত্রময় আবহ তুলে ধরে শিল্পীরা।উপস্থাপন করা হয় নুতন ধান ঘরে তোলার কৃষিজ নানা উপকরন।সংস্থা’র নৃত্য প্রশিক্ষক সাজিত আহম্মেদ ইমরানের কোরিওগ্রাফি ও নির্দেশনায় নৃত্য পরিবেশন করে ফাউজিয়া তাবাসসুম ঐশি,মাইশা জামান ছোঁয়া,রিয়া রানী বর্মন,সাদিয়া ইয়াসমিন প্রমি,সামিহা মেহেজাবিন শুচি,এস,এম শাহরিয়ার কাব্য,অঞ্জলী পাল লগ্ন,রজা আফরোজ কথামনি,নাজিফা ফাতেমা রিচি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক।অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভালুকা পৌরসভার প্যানেল মেয়র আনসারুল ইসলাম সবুজ,সাবেক প্যানেল মেয়র মুখলেছুর রহমান মুকুল।এ সময় অন্যান্যের মধ্যে সুরবীণা’র বিভাগীয় পরিচালক রফিকুল ইসলাম,শিল্পী শাহানশাহ,শরিফ হোসেন,রাজিব আহম্মেদ,জিল্লুর রহমান জাহিদ,মারুফ সহ সংস্থার বিভিন্ন কলাকুশলী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।নৃত্যানুষ্ঠান শেষে শিল্পী ও অভিভাবকগন নবান্নের পিঠা উৎসব উপভোগের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।