মল্লিকবাড়িসারা ভালুকা

ভালুকায় বাজার পরিদর্শণে ডেনমার্কের রাষ্ট্রদূত

ভালুকায় কৃষি পণ্যের বাজার পরিদর্শণ করছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হেন ফাগল এসকঞ্জার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চাঁনপুর সেন্টপিটার প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উপজাতীয়দের উদ্যোগে গড়ে উঠা সবজি, ডিম ও ছাগল কালেকশন সেন্টার পরির্দশণ করেন। রাষ্ট্রদূতের সাথে সফর সঙ্গী ছিলেন, ডেনমার্কের আইএফএমসির চিফ এ্যাডভাইজার মিসেস রিলা মরস্লান্ড ও এফও’র এ্যাডভাইজার মিসেস ক্যাটরিনা। চাঁনপুর গারোবাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বাজার পরিদর্শণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, কৃষি কর্মকর্তা ছাইফুল আজম খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর, সমিতির সভাপতি সভাপতি কুমদ নখরেখ ও সেক্রেটারী রোজমেরী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button