ভালুকাভালুকা পৌরসভাসারা ভালুকা

ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ভালুকা নিউজ ডট কম: ভালুকয়  (৮ডিসেম্বর) মঙ্গলবার  ভালুকা পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা মেজর আফছার উদ্দীন ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কবর জিয়ারত করেন। পরে ভালুকা উপজেলা কমান্ড চত্তরে এক আলোচনা সভায় উপজেলা কমান্ডার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান  উল্যাহ এম পি, প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ইফনিটকমান্ডার আল হাজ মোঃ আনোয়ার হোসেন, ভালুকা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দীন কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দীন আহমেদ ধনু, সহকারী কমান্ডার জেলা ইফনিট কমান্ড অধ্যাপক মতিউর রহমান,  ভালুকা উপজেলার সাবেক কমান্ডার আবুল হোসেন খান মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।

এ সময় যুদ্ধকালীন কমান্ডার, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়ন হতে আগত মুক্তিযোদ্ধারেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৮ ডিসেম্বর মেজর আফছার বাহিনীর কাছে এই দিনে ভালুকা ক্যাম্পের কয়েক হাজার রাজাকার আলবদর ও পাক সেনার আত্মসর্মপনের মধ্য দিয়ে ভালুকা হানাদার মুক্ত হয়েছিল। সেই থেকে ভালুকার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা প্রতি বৎসর  যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button