ভালুকায় বিএনপির নির্বাচনী পরামর্শ সভা
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মদ বাচ্চুর সভাপতিত্বে হাদিসুর রহমান খান হাদিসের সঞ্চলনায় পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদ। এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান, উপজেলা সহ সভাপতি হাবিবুল্লাহ চৌধুরী মনু মিয়া, বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম, রুহুল আমীন মাসুদ, এস,এম খালেক, উপজেলা যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরী, উপজেলা যুবদল সাধার সম্পাদক রাকিবুল হাসান রাসেল, শামসুদ্দিন সরকার, সাখাওয়াত হোসেন পাঠান, মনিরুজ্জামান মনির, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, আতিকুল ইসলাম, অধ্যাপক মতিউর রহমান খান, মতিউর রহমান মিল্টন, আমীনুল ইসলাম, সাইদুর রহমান, আতিক মন্ডল, রায়হান মিয়া ও মাসুদ রানা।