ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন
ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে পুরাতন বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকালে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্যাহ। এ সময় জাতীয় পতাকে ছালাম প্রদর্শন করে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তাান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পরে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শারীরিক কসরত ও খেলাধুলায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী আব্দুর রহমান ও মডেল থানার ওসি মামুন অর রশিদ। দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আলোচনাসভা ও উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে পরিষদ চত্ত্বরে বিভিন্ন ধরণের খেলা অনুষ্ঠিত হয়। হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদের নেতৃত্বে একটি বিজয় র্যালী সীডষ্টোর বাজার আওয়ামীলীগ অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস অনুষ্ঠানে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন মাষ্টার, যুবলীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বাচ্চু, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মফিজুর রহমান, মাহবুব আলম, সরদার আলমগীর প্রমুখ।
অপরদিকে উপজেলার মাস্টারবাড়ী এলাকায় আব্দুল গণি উচ্চ বিদ্যালয় ও রেসেনা কিন্ডার গার্ডেনের উদ্যোগে দিন ব্যাপী বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আবদুস সাত্তার মাস্টার, আসপাডার নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ, হাজী বিল্লাল হোসেন, জিয়াউল হক জিয়া প্রমুখ।