আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা

ভালুকা নিউজ ডট কম, স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ার জন্য আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা। প্রথম ক্লাব হিসাবে তিন বার ক্লাব বিশ্বকাপ জিতার লক্ষে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায় ম্যাচটি শুরু হবে। জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে মাঠে নামতে পারেন অসুস্থতার কারণে সেমি ফাইনাল না খেলা বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি।
এর আগে প্রথম সেমি ফাইনালে স্বাগতিক জাপানের ক্লাব সানফ্রেচ্চে হিরোশিমাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে প্রথম বার ক্লাব বিশ্বকাপ খেলতে আসা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। দ্বিতীয় সেমি ফাইনালে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বার্সেলোনা। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রিভার প্লেট।