ভালুকায় ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি আটক
বিশেষ প্রতিনিধি : ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর কবির (২৭)কে শনিবার (১৯ডিসেম্বর) রাতে সিডস্টোর বাজার ছাত্রলীগ অফিস থেকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ।
জানা যায়,গাজীপুর ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে অভিযান চালিয়ে সিড্স্টোর থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আটক করে। গাজীপুর ডিবির ওসি আমীর হোসেন জানান, শনিবার রাতে এস,আই মনিরুজ্জামান শ্রীপুরের জয়নাবাজার এলাকা থেকে বিদেশী মদ সহ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে।
হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, আমার মনে হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আলমীরকে গাজীপুরের ডিবি পুলিশ দিয়ে ছাত্রলীগের অফিস থেকে আটক করানো হয়েছে। এ ছাড়াও বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, (শনিবার রাতে) ডিবি পুলিশ আলমগীরকে সিডস্টোর বাজার থেকে ধরে নিয়ে যাওয়ার সময় আটকারীদের পরিচয় জানতে চাইলে তাঁরা গাজীপুর ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।
ভালুকা মডেল থানায় অফিসার ইন চার্জ মামুন-অর রশিদ জানান, সিডস্টোর বাজার থেকে আলমগীর হোসেনকে গাজীপুর ডিবি পুলিশ ধরে নিয়ে গেলেও আমাদের কাছে এখনো পর্যন্ত হস্তান্তর করেনি এবং আমি এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।