ভালুকায় দুই মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থীকে অর্থদন্ড

ভালুকায় দুই মেয়র, চার কাউন্সিলর ও এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই জরিমানা প্রদান করা হয়।
জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাতেম খানকে পাঁচ হাজার টাকা করে, কাউন্সিলর প্রার্থী যথাক্রমে ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস ছামাদ ফকির, ৫ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের মো. সাহাব উদ্দিন খানকে এক হাজার টাকা করে এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. হাসিনা আক্তারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রার্থীদের জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, ‘নির্বাচনী আচরণবিধির ২০১০ ধারা লঙ্ঘণের অভিযোগে দুই মেয়র ও পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা প্রদান করা হয়েছে।’