পৌরনির্বাচনে সকল অশুভ শক্তি দলীয়ভাবে প্রতিহত করতে হবে – ড. ওসমান ফারুক

স্টাফরির্পোটার, ভালুকা নিউজ ডট কম:
ময়মনসিংহে ভালুকা আসন্ন পৌরসভা নির্বাচনে সকল অশুভশক্তিকে দলীয়ভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, বিগতদিনের নির্বাচনে এই সরকারের রেকর্ড ভালোনা, তারা প্রশাসনের মাধ্যমে নির্বাচনে কারচুপি করেছে। তারা নির্বাচনে ভোট লুট করেছে কেন্দ্র লুট করেছে। তবে আমরা আশাকরি, এবার মানুষ জাগ্রত হয়েছে, বিশেষ করে ধানের শীষের স্বপক্ষে লোকজন এতোটাই জাগ্রত হয়েছে যে, অতিতের সকল অপকর্ম তারা প্রতিরোধ করবে, আমরা দেশবাসিকে নিয়ে কারচুপিকারীদের প্রতিরোধ করবো। সোমবার সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ড. ওসমান ফারুক এসব কথা বলেন। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে বের হয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকাসহ বাজাররোড ও পাঁচরাস্তার মোড় এলাকায় বিভিন্ন দোকান ও বিপনীবিতানে গিয়ে হ্যান্ডবিল বিতরণসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন। এ সময় তার সাথে ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাবিবুল্যা চৌধুরী ও আনোয়ার উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাদিছুর রহমান খান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যা চৌধুরী ও যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।