শ্রীপুরে নৌকার জয় ধ্বনি; প্রচারনায় নেই আওয়ামীলীগের একাংশ

এফ এম আমানউল্লাহ আমান, শ্রীপুর, গাজীপুর থেকে : পৌরসভায় শেখ হাসিনা মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুর রহমানের পক্ষে নৌকার জয়ের ধ্বনি পৌর এলাকায়। কিন্তু স্থানীয় সংসদ এডভোকেট রহমত আলীর অনুসারী নামডাকী নেতারা তাদের পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় মাঠে নেই। বিগত ২০০২ সালে আনিসুর রহমান শ্রীপুর পৌরসভার প্রথম মেয়র ও দ্বিতীয়বারের মতো ২০০৮ সালে মেয়র নির্বাচিত হন। কোন কালেই স্থানীয় সংসদ অনুসারীগন আনিসের পক্ষে কাজ করেননি বরং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এক বা একাধিক ব্যাক্তিকে দোয়া করেছেন ও পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালিয়েছেন। তারপরও বিপুল ভোটে আনিস বিজয়ী হয়েছেন। তার পক্ষে প্রথম থেকেই শ্রীপুর গাজীপুরের প্রভাবশালী নেতা, বি গ্রুপ বা সবুজ গ্রুপ নামে খ্যাত , গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ ছিল। বর্তমানেও মাঠে তার দলবল সহ নৌকা প্রতিকের জন্য কাজ করে যাচ্ছেন।অপরদিকে আনিসের পক্ষে নৌকার প্রেমে অনেক নেতাই মাঠে নামা শুরু করেছেন। যদিও সাংসদ পুত্র কেন্দ্রীয় শিল্প ও বানিজ্যবিষয়ক সহ সম্পাদক জামিল হাসান দুর্জয় এম পি প্রত্যাশী ইকবাল হোসেন সবুজের তীব্র বিরুধী। ৮নং ওয়ার্ডের ভোটার নাম প্রকাশে অনিচ্ছুক জানান “ আমি ব্যাক্তি শহিদকে ধানের শীষে ভোট দিব আত্বীয়তার টানে কিন্তু আমার চারপাশে সকল ভোট ব্যাক্তি আনিস বা নৌকার। বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।’’ ৭নং ওয়ার্ডের আলহাজ্ব আবুল কাশেম বলেন “ব্যাক্তি আনিস পূর্বে দুইবার আওয়ামীলীগের তিন চার জন প্রার্থী থাকা সত্তেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন , এখনতো শেখ হাসিনার নৌকা পেয়েছেন। যারা বঙ্গবন্ধু কে ভালোবাসেন, মুক্তিযোদ্ধ ও স্বাধীনতায় বিস্বাস করেন তাদের সকল ভেদাভেদ ভুলে নৌকার জন্য কাজ করা উচিত।’’ আনিসুর রহমান জানান, “আমি মনে প্রানে চাই সকল আওয়ামীলীগ আমার জন্য কাজ করুক। আমি আশাবাদী শেষ পর্যন্ত সকলকেই পাশে পাবো। ইতি মধ্যে অনেকেই পাশে এসেছেন” আলহাজ্ব আনিসুর রহমান সাবেক শ্রীপুর কলেজের ভিপি, বার বার নির্বাচিত মেয়র। গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিভাগীয় মেয়র এসোসিয়েশনের সভাপতি। আজ বিকেলে শ্রীপুর পৌরসভায় অাওয়ামীলীগ অফিসের সামনে অানিসের এক বিশাল শোডাউন হয়। ইকবাল হোসেন সবুজ বলেন যারা নৌকার বিরুধীতা করেন তারা অাওয়ামীলীগ নন।অার যারা আওয়ামীগ হয়েও মাঠে নেই তারা মীর জাফর।ধানের শীষের লোক।