ভালুকায় মেয়র প্রার্থী মফিজ সরকারকে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভালুকা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ বিএনপি’র সকল শাখা থেকে বহিষ্কার হলেন ভালুকা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজউদ্দিন সরকার।
জেলা বিএনপি’র সভাপতি একেএম মোশারফ হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র সদস্য হওয়া সত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাতেম খানের পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা চালাননি বরং নিজেকে বিএনপি’র মেয়র প্রার্থী পরিচয় দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ জন্য কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। চিঠিতে দুঃখ প্রকাশ করে বলা হয় আপনার দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হিসেবে দলীয় পরিচয় দিয়ে মেয়র পদে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাহা দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ।তাই দলের প্রাথমিক সদস্য পদসহ ভালুকা পৌর বিএনপি’র সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, ভালুকা পৌরসভার মেয়র পদে বিএনপি থেকে আলহাজ্ব মোঃ হাতেম আলী খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়।পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মফিজউদ্দিন সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন চালিয়ে যাচ্ছেন।এমতাবস্থায় জেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত চিঠি দিয়ে তাঁর বহিষ্কারের বিষয়টি নেতা-কর্মীদের অবহিত করা হলো।চিঠিটি বুধবার সন্ধায় স্থানীয় সংবাদ কর্মীদের কাছে পৌছে দেন পৌর নির্বাচনী চীফ সমন্বয়ক অধ্যাপক মোঃ হাদিসুর রহমান খান।