ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
ময়মনসিংহের ভালুকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে এই জরিমানা করা হয়।
জানা যায়, ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনছারুল ইসলাম সবুজ (পাঞ্জাবী) ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস ছামাদকে (উটপাখী) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা রির্টানিং কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল আহসান তালুকদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের এই জরিমানা ধার্য্য করেন।