অপহরণের পর পুরুষকে ধর্ষণ করলেন তিন নারী!
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী পোর্ট এলিজাবেথের একটি এলাকা খজাখেল। সেখান থেকে ৩৩ বছর বয়সী এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করেন তিন নারী। পরে একটি কালো বিএমডব্লিউ গাড়িতে হাত বেঁধে যুবককে নিয়ে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেন তাঁরা।
দীর্ঘ এ ভ্রমণে তিন নারী প্রথমে ফুঁসলিয়ে যৌনকর্মে লিপ্ত করতে চান যুবকটিকে। কিন্তু তিনি কিছুতেই রাজি না হওয়ায় এক ধরনের রস পান করিয়ে ওই তিনজন একে একে ধর্ষণ করেন যুবককে। এর পর যুবকের বীর্য একটি প্লাস্টিকের থলেতে ধারণ করে ঠান্ডা বাক্সে রাখেন তাঁরা। পরে যুবকটিকে গাড়ি থেকে ফেলে দেন ওই তিনজন।
মেইল অনলাইনের খবরে বলা হয়, চলতি বছরের ৭ মে এ ধরনের একটি অভিযোগ পায় দক্ষিণ আফ্রিকার পুলিশ। সম্প্রতি তারা মামলার তদন্ত শুরু করেছে।
ওই মামলার নথিতে উল্লেখ করা হয়, তিন নারী এক যুবককে অপহরণের পর ধর্ষণ করে বীর্য সংগ্রহ করে নিয়ে গেছে।
এ বিষয়ে পোর্ট এলিজাবেথ পুলিশের সদস্য মেনসেদি বোম্বো বলেন, তিনি এ ধরনের ঘটনা আগে কখনো শোনেননি।
বোম্বো আরো বলেন, ভুক্তভোগী ওই যুবক এখনো ভয় পাচ্ছেন। ঘটনার সময় তিনি পুরোপুরি সজাগ ছিলেন। এ ঘটনায় তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন।