আসছে নতুন জুটি সায়েম আহম্মেদ ও তানিয়া বৃষ্টি’র ‘‘গরম লাগে’’
আর এমন সময় এলাকায় আগমন ঘটে ধোকাবাজ চমচম ডিরেক্টর। সে এলাকার যুবক/ যুবতীদের মিথ্যা আশ্বাস দিয়ে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। মাটি হয়ে যায় সবার স্বপ্ন। গ্রামেরই দরিদ্র পরিবারের মাতৃহীন বি.এ পাশ বেকার ছেলে চন্দন। সে ঘোষের অভাবে কোথাও চাকরী খোঁজে পাচ্ছেনা। নিজের এই কষ্ট ভুলে যেতে বনে জঙ্গলে ঘোরে ঘোরে গান গায়। আর এর ভেতর দিয়েই সে রজনীর জন্য জমিয়ে রাখে অজানা ভালবাসা। রজনীও তাকে ভালবাসে কিন্তুু কেউ কাউকে বলতে পারেনা।
এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে গরম লাগে নাটকের গল্প। এ নাটকের মজার মজার ঘটনাগুলো দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। অতি শীঘ্রই কোন একটি চ্যানেলে প্রচার হবে। এই নাটকের নায়িকা তানিয়া বৃষ্টির সাথে প্রথম বারের মতো নায়কের অভিনয় করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের তরুন অভিনেতা সায়েম আহম্মেদ (মুন)। এ নাটকে আরও আভিনয় করেছেন রফিক আহম্মেদ, রেবেকা, উত্তম, এইচ. এ. রানা সহ আর অনেকেই।