আজ ভালুকা পৌরসভায় ভোট; উৎসবের আমেজে পৌরবাসী
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: কোন ধরনের অপ্রীকর ঘটনা ছাড়াই আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে ভালুকা পৌরসভা নির্বাচন। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে পৌরসদর জোড়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পৌরবাসী ভাসছে উৎসবের আমেজে।
উপজেলা রিটার্নিং অফিসার ও ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১হাজার,৪শত ৯৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভোটরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার জন্য রাস্তায় আইন শৃংখলা বাহিনীর টহলের ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা যাতে সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকা প্রয়োগ করতে পারে সেজন্য ১জন জুডিশিয়াল ম্যাজিস্টেট, ৩জন ম্যাজিস্টেট, র্যাব, ১প্লাটন বিজিবি ও ১দল স্ট্রাকিং ফোর্স ও পর্যাপ্ত পুলিশ মাঠে কাজ করছে।
ভালুকা পৌরসভার মোট ২১হাজার, ৪শত ৯৬জন ভোটারের মধ্যে ১নং ওয়ার্ডের ভালুকা কোর্র্ট ভবন মোট ভোটার ২৮৭০। ২নং ওয়ার্ডের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোট ভোটার ২৭২৭, ৩নং ওয়ার্ডের ভালুকা ডিগ্রি কলেজ মোট ভোটার ২১৯৬, ৪নং ওয়ার্ডের শাপলা সিনেমা হল মোট ভোটার ১৮৬৪,৫নং ওয়ার্ডের পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৯৯৭, ৬নং ওয়ার্ডের শাপলা বিদ্যা নিকেতন মোট ভোটার ১৮৪৭, ৭নং দক্ষিণ ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২০১৯, ৮নং ওয়ার্ডের আশরাফুল উলুম কওমী মাদ্রাসা মোট ভোটার ২৩৮০ ও ৯নং ওয়ার্ডের কাঠালী বালিকা বিদ্যালয় মোট ভোটার ৩৫৯৬।
ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসাবে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। তাই মঙ্গলবার বিকাল থেকে ভালুকা উপজেলা পরিষদ থেকে নয় ওয়ার্ডের সংশ্লিষ্ট প্রিসাইটিং অফিসারগণ ব্যালট পেপার ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।