শুভ ইংরেজি নববর্ষ ২০১৬ !

নববর্ষকে ঘিরে সকল জাতি গোষ্ঠির মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছাস।বাঙালী জাতি হিসেবে আমাদের বাংলা নববর্ষকে নিয়ে যে সার্বজনীন উৎসবের আমেজ রয়েছে তার সমপরিমান আবেগ অনুভূতি ইংরেজি নববর্ষে না থাকলেও ইংরেজি নতুন বছরকে ব্যাপক আয়োজনে পালন করা হয়ে থাকে যা বিগত বছরগুলোর দিকে তাকালেই বোঝা যায়।একটি বছর আমাদের মাঝ থেকে নানা ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতি,অর্থনৈতিকভাবে থাকে- পাওয়া না পাওয়া,আশা নিরাশার দোলাচল আর স্বপ্নভঙ্গ,নতুন স্বপ্ন ও আনন্দ-বেদনায় মোড়ানো।
২০১৫ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসের উদিত সূর্যটা শেষ বিকেলের পশ্চিমাকাশে ডোবে যাওয়ার সাথে-সাথেই আমাদের থেকে বিদায় নেবে ঘটনা বহুল আরো একটি বছর। ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে আরও একটি বছর যেখানে পাওয়া না পাওয়ার হিসেবে প্রতিটা জীবনেই রয়েছে ভিন্নতা । বিগত বছরের দুঃখ-দৈন্যতা ও না পাওয়ার বেদনা ভুলে আমরা সবাই
আশাবাদী হই নতুন বছরের নব উদ্যম ও নতুন স্বপ্নে।পুরাতনকে বিদায় আর নতুনকে স্বাগত জানানোর এইযে রেওয়াজ তা নতুন নয়।নব উদ্যমে নববর্ষকে বরণের মধ্য দিয়ে শুরু হবে আরো একটি বছরের শুভ সুচনা যাতে পরিকল্পনার রঙিন বেলুন উড়বে বর্ণিল আয়োজনে।পেছনের সকল গ্লাণী ও ব্যথা-বেদনাকে মুছে নতুনভাবে প্রত্যেকটা মানুষ প্রস্তুতি নেয় নতুন বির্নিমানে। বাংলাদেশসহ সারা বিশ্বের কোটি কোটি শান্তি প্রিয় জনতা ২০১৫কে বিদায়ে সাথে-সাথে স্বাগত জানাচ্ছে নতুন বছর২০১৬ ইংরেজি খ্রিষ্টাব্দকে ।
ইংরেজি খ্রিষ্টাব্দ ২০১৬ নতুন আশা-আকাঙক্ষায় ঝঞ্জা-বিক্ষোব্ধ সারা বিশ্বে শান্তির পতাকাকে সমুন্নত করে মানবতার জয়গানে মুখরিত হবে এমনটাই প্রত্যাশা।ইংরেজি নববর্ষ ২০১৬ আমাদের জন্য অনাবিল সুখ-শান্তি,সমৃদ্ধি ও মঙ্গলের বারতা বয়ে নিয়ে আনুুক, ইংরেজি শুভ নববর্ষের এই শুভক্ষনে দেশবাসী ও বিশ্বে সকল ধর্ম-বর্ণ ও মতাদর্শের সকলকে জানাই নববর্ষের ফুলেল শুভেচ্ছা ও শুভ নববর্ষ। নতুন বছরে ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অর্থনৈতিক সমৃদ্ধিতে সুন্দর বাংলাদেশ গড়ার আমাদের দৃপ্ত শপথ হোক সকলের। আবারো এই শুভক্ষনে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভকামনা জানিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর যেন সবার জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনে।