কবিতা

ইংরেজী নববর্ষ-২০১৬ –

 

মুছে যতো হতাসা;যাও এগিয়ে

 

দুর্বারদুরন্ত গতিতে সমৃদ্ধ আগামীর পথে।

 

উত্তরণ হোক আজ স্বাধীনতার চেতনায়; ক্ষুধামুক্ত

 

পৃথীবির। মানবতার মুক্তি আর অন্ন বস্ত্রনিরাপদ বাসস্থানের ।

 

সংঘাতহীন অহিংস পৃথিবীর যেনো স্বস্থির হয়; মানবাধীকার প্রতিষ্ঠায়।

 

শুভ হোক আজ ও আগামীর প্রতিটা ভোর। শান্তিতে অবিরাম

 

সুখের পায়রা উড়–ন এ প্রান্তও প্রান্তে মানুষের ঘরেঘরে

 

সত্যসুন্দরের জয় হোক । শুভ কাজের উদ্যোগে

 

উদ্যমে গড়ে উ ঠুক আমাদের আগামী প্রজন্মের

 

উপযোগী আধুনিক সভ্যতার রঙে রঙীন

 

শুদ্ধ চরিত্রের আলোকিত রৌদ্রজ্জোল

 

দিন। যেখানে থাকবেনা যুদ্ধবাজ।

 

স্বপ্ন রঙিন দিনের প্রত্যাশায়

 

হ্যাপি নিউ ইয়ার২০১৬!

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button