প্রাণের বাংলাদেশসারা ভালুকাস্কুল আঙিনাহবিরবাড়ি
মেধাবী নাবিল ইঞ্জিনিয়ার হতে চায়

শিক্ষা প্রতিবেদক, ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলা সিড্ষ্টোর বাজারের বর্ণমেলা প্রিন্টার্স এর স্বত্বাধীকারী ভালুকা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম ও গৃহিণী মোঃ নাজমা ইসলামের ২য় পুত্র মোঃ নজরুল ইসলাম নাবিল এবার প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সিডষ্টোর বাজারের সাহেরা নায়েব ল্যাবরেটরি স্কুলের ছাত্র। মোঃ নজরুল ইসলাম নাবিল সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। এবং তাদের বড় ছেলে মোঃ নাজমুল ইসলাম সে হবিরবাড়ী বাহারুল উলূম আলিম মাদরাসা হতে এবতেদায়ী সমাপণি পরীক্ষায় জিপিএ-৩.৫৮ পেয়েছে। তারা সকলের নিকট দোয়া প্রত্যাশী।