প্রাণের বাংলাদেশমিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
ভালুকায় সুরবীণা সাংস্কৃতিক সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঙ্গীত নৃত্য ও কেক কাটার মধ্য দিয়ে ভালুকা সুরবীণা সাংস্কৃতিক সংস্থা’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার রাতে সংস্থা কার্যালয়ে উদযাপন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভালুকা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুখলেছুর রহমান মুকুল। সুরবীণার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পী কলাকুশলী ও অভিভাবকগন অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাইফুল ইসলাম খান, জিল্লুর রহমান জাহিদ, আনসরুল ইসলাম, শরিফ হোসেন, সাজিত আহম্মেদ ইমরান, ফাহিম ফয়সাল সৌরভ, ফাউজিয়া তাবাসসুম ঐশি, মাইশা জামান ছোয়াঁ, সাদিয়া ইয়াসমিন প্রমি, রিয়া রানী বর্মন, মোস্তফা জাহেদ সাধন, আনিকা রহমান আদ্রি, আনিকা আক্তার, নাজিফা ফাতেমা রিচি প্রমুখ। কেক ও মিষ্টি বিতরন শেষে সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।