বিভাগীয় খবরমানবিকরংপুর

ভালুকার অরাজনৈতিক সংগঠন টিসিসি’র উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

বিশেষ প্রতিনিধি: সবাই যখন থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মত্ত তখন ভালুকার একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও রাজনীতি মুক্ত সংগঠন “দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)’’ এর তরুণ সদস্যরা ব্যস্ত উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী নিয়ে। কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষদের মধ্যে ২৫০ টি কম্বল সহ মোট ৮০০ কাপড় বিতরণ করা হয়।

জানা যায়, ১ জানুয়ারী (শুক্রবার) দিনের প্রথম সবাই যখন নতুন বছরকে নিয়ে আনন্দে মাতাল তখন টিসিসি’র শীতবস্ত্র বিতরণ বর্ষ বরণে ভিন্ন মাত্রা যোগ করে। বছরের প্রথম দিন কিছু শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়ে নতুন বছরকে বরণ করল 12465535_1111020615584238_818676956_oটিসিসি। ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে “দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)’’ এর একদল তরুণ সদস্য সুদূর কুড়িগ্রাম জেলার উলিপুর থানা বুড়াবুড়ী ইউনিয়নের সাদী গ্রামের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমধর্মী বর্ষ বরণ উদযাপন করে। এ সময় উপস্থিত ছিলেন বুড়াবুড়ী ইউপি চেয়ারম্যন মোঃ সোহরাব হোসেন চাঁদ, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মন্ডল, মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ টিসিসির দাতা সদস্যগণ। এ সময় তারা মোট ২৫০ টি কম্বল সহ মোট ৮০০ কাপড় বিতরণ করে। মানবিক টানে তারা ঐ অঞ্চলের মানুষদের পাশে দাড়িয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন টিসিসি’র প্রেসিডেন্ট হাজী আব্দুর রাজ্জাক ঢালী। তিনি আরও বলেন টিসিসি সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ডে সব সময় সক্রিয় ভূমিকা রাখবে। উল্লেখ্য যে গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে “দি চ্যারিটেবল সার্কেল (টিসিসি)’’ এর তরুণ সদস্যরা ভালুকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button