ভালুকায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনে সারা দেশের সাথে এক সাথে (৪জানুয়ারী) সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠানে মিলিত হয়। ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এম আমান উল্লাহ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মণি, পৌর মেয়র মেজবাহ উদ্দীন কাইয়ূম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহরিয়ার হক সজীব, যুগ্ম আহবায়ক আওয়ামীযুবলীগ এজাজুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে একটি কেক কাটার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।