ময়মনসিংহ

ভালুকায় উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জাকিয়া সুলতানা রাণী: ভালুকায় উপজেলা প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭জানুয়ারি) অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে একুশে টিভি ভালুকা প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম সভাপতি ও বাংলাদেশ টুডে ভালুকা প্রতিনিধি মো: মাহমুদুল হাসান ফোরাত সাধারাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কমিটিতে অন্যান্য কর্মকর্তাগণ হলেন-কার্যকরি সভাপতি সফিউল্লাহ আনসারী (মিলেনিয়াম টিভি),সহ সভাপতি মো: জিল্লুর রহমান রিপন (আজকের প্রত্যাশা) ,যুগ্ন সম্পাদক খলিলুর রহমান রিয়াদ,কোষাধ্যক্ষ মো: মমিনুল ইসলাম(প্রথম সকাল),দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হুমায়ুন কবির(সন্ধ্যাবানী),সদস্য কল্যাণ সম্পাদক নজিবুল হোসাইন চৌধুরী নেভী (অপরাধ খবর),সহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: উমর ফারুক টিটু (ত্রিশাল বার্তা),তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: জসিম আহাম্মেদ (্একুশে সংবাদ)ও পরিবেশ,নারী ও শিশু সাংবাদিকতা সম্পাদক জাকিয়া সুলতানা রাণী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসকাব ভালুকার সভাপতি,এবিএম জিয়া উদ্দিন বাশার,কৃষকলীগ ভালুকা উপজেলা সভাপতি হাজী মো: আ: রহমান,সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মো:মোখলেছুর রহমান মুকুল, প্রেসকাব ভালুকার সাধারন সম্পাদক মো:মনিরুল ইসলাম মনির,মাইটিভি ভালুকা প্রতিনিধি মর্জিনা মনি,কাবের সদস্যবৃন্দ প্রমুখ।
উপস্থিত অতিথিবৃন্দ চ্যালেঞ্জিং পেশা হিসেবে সাংবাদিকতার উৎকর্ষ সাধনে উপজেলা প্রেসকাবের নবগঠিত কমিটিকে উদ্যোগী হওয়ার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button