মিডিয়া দেশ-বিদেশ
ভালুকা প্রেসক্লাব দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ভালুকা নিউজ ডট কম:
ভালুকা প্রেসক্লাব দ্বি বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার (৮ই জানুয়ারী) বিকালে প্রেসক্লাব কার্য্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কামরুজ্জামান মানিক ( ইত্তেফাক ) সভাপতি ও এম এ মালেক খান উজ্জল ( সমকাল ) সাঃ সম্পাদক নির্বাচিত হয়েছে। তাছাড়া মোঃ আতাউর রহমান তরফদার সহ-সভাপতি ১, এম এ সামাদ সহ-সভাপতি-২, আলী আকবর সাজু যুগ্ন সম্পাদক, আসাদুজ্জামান ফজলু কোষাধ্যক্ষ, মোবাশ্যারল ইসলাম সবুজ ক্রীড়া সম্পাদক, আসাদুজ্জামান সুমন সাহিত্য বিষয়ক সম্পাদক, পদে নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কার্যকরী পরিষদ পরবর্তী ২বছরের জন্য নির্বাচিত হয়। অপরদিকে দপ্তর সম্পাদক হিসাবে তমাল কান্তি সরকার ও কার্যকরী সদস্য হিসাবে মোখলেছুর রহমান মনির, রতন রায়, হাদিকুর রহমান হাদিস, ফিরোজ খান বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন ।