সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় ট্রাক চাপায় মহিলা নিহত
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকার জামিরদিয়া এলাকা নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ট্রাক চাপায় সাবিনা (৪০) নামে এক মিল শ্রমিক নিহত হয়।
জানা যায়, শ্রীপুর উপজেলার গুলশান স্পিনিং মিলস এর শ্রমিক সাবিনা (৪০) রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী অজ্ঞাত ট্রাক চাপা দিলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের তাফাজ্জলের স্ত্রী সাবিনা (৪০) ঘটনা স্থলেই নিহত হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসে।