ভালুকায় বাকপ্রতিবন্ধী কিশোর সানজিদ ১৬ দিন ধরে নিখোঁজ

বিশেষ প্রতিনিধি, ভালুকা নিউজ ডট কম :
ময়মনসিংহের ভালুকায় সানজিদ আহমেদ (১৫) নামে এক মানসিক ও বাকপ্রতিবন্ধী কিশোর ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে।
জানা যায়, ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি মোড়ের মোঃ শেখ সাদী’র মানসিক ও বাকপ্রবিন্ধী ছেলে সানজিদ আহমেদ গত ৩ জানুয়ারী সকালে বাসা থেকে বের হয়ে যায়। পরে সে আর বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন নিকটাত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাচ্ছেন না। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় সানজিদের পড়নে ছিল থ্রী-কোয়ার্টর প্যান্ট ও গ্রামীন চেকের গেঞ্জি। গায়ের রং ফর্সা, হালকা-পাতলা গড়ন, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট। সে বাবা মার নামও বলতে পারেনা। এ ব্যাপরে সানজিদের পিতা মোঃ শেখ সাদী বাদি হয়ে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরী (নম্বর-১৮৬) করেছেন। কোথাও যদি তার সন্ধ্যান পেলে তার পিতার মোবাইল নম্বরে (০১৭৯৩-১৮৮৬৪৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।