ভালুকায় ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের জন্য শর্তহীনভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে সোমবার সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সময় বিভিন্ন দাবী উত্থাপন করে বক্তব্য রাখেন, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী,হবিরবাড়ি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম মানিক, আশকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সিদ্দিক, ধলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নাহার শিমুল, পুরুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ প্রমুখ।
পরে বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার পক্ষ হতে সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক এবিএম সিদ্দিক উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহ্সান তালুকদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।