মিডিয়া দেশ-বিদেশ
ভালুকা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের নবনির্বাচিত (২০১৬-১৮) কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিদায়ী সভাপতি এসএম শাহজাহান সেলিম নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুজ্জামান মানিকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এম আমান উল্যাহ, পৌর মেয়র ডা: একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো: সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ ওয়াসেক আল আমীন শিপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান ও উপজেলা পপ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান প্রমূখ।