উপজেলার পাড়াগাঁও সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে গতিয়ার বাজার এলাকায় তৃতীয় বার্ষিক অষ্টকালীন লীলা কীত্র্তন অনুষ্ঠিত হয়েছে।শ্রী বলরাম চন্দ্র কোচ এর সভাপতিত্বে এ সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে কুড়িগ্রাম,টাঙ্গাইল ও বগুড়া থেকে আগত শিল্পীবৃন্দ লীলা কীত্তন পরিবেশন করে।শ্রী রন্জিত চন্দ্রকোচ নমু কান্ত‘র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আ‘লীগ নেতা মো:আবুল কালাম আজাদ,মো:খলিলুর রহমান,যুবলীগ নেতা মো: সাইফুল ইসলাম সাইদু,ল রফিকুল ইসলাম ইসমাইল মেম্বার,এসএম আলম,বিএনপি নেতা মো: নুরুল ইসলাম,আ: আলিম,নয়ন চন্দ্র কোচ,শ্রী কৃষ্ণ চন্দ্র কোচ,কালা মোহন প্রমুখ।
Related Articles
Check Also
Close