বিভাগীয় খবরময়মনসিংহ

ময়মমসিংহে জুয়া বন্ধের দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানব্বন্ধন

মাসুদ রানা, ময়মমসিংহ  : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর এলাকায় জুয়া হাউজি বন্ধের দাবীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল শিক্ষার্থী, মুসুল্লীসহ প্রায় তিন সহস্রাধিক মানুষ সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ করেছে। এ সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয় । এতে শত শত যানবাহন আটকা পরে যাত্রীরা ভুগান্তির শিকার হয়। পরে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জুয়া বন্ধের আশ্বাশ্য দিলে সড়ক অবরোধ তুলে নেয় আন্দলনকারীরা। মঙ্গলবার (৪ জুলাই ) দুপুরে উপজেলার গোপালপুর বাজারে সড়কের দুপাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । স্থানীয় বাজার কমিটি, স্কুল কমিটি, মসজিদ কমিটি ও এলাকাবাসী এই মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, তারাকান্দা কৃষকলীগের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, গোপালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল মিয়া, গোপালপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলয়া রানী সরকার, তারাকান্দা ওলামালীগের সভাপতি ও গোপালপুর বাজার মসজিদের ঈমাম হাফেজ আনোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন,
মুক্তিযোদ্ধা আব্দুল রহমান মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “নতুণধারা ইনডোর গেমস অডিটরিয়াম লিমিটেড” নামে একটি সংগঠন উপজেলার গোপালপুর এলাকায় জুয়া হাউজি পরিচালনার চেষ্টা করছে। এতে মাইকের উচ্চস্বরে আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত এবং মসজিদের নামাজের বিঘ্ন ঘটবে । এ ছাড়া ৬ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলির অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে । এর পর ফাইনালর পরীক্ষার প্রস্তুতিও বাধাগ্রস্থ হবে । এতে আইনশৃঙখলার অবনতি হবে । এ সব কারনে বক্তারা প্রশাসনের কাছে এলাকায় হাউজি
জুয়া বন্ধের দাবী জানান। এর আগে গত ১৩ জুন হাউজি পরিচালনাকারী প্রতিষ্ঠানের একটি প্রচার তোড়ণ গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button