বিচিত্র দুনিয়া
এক গ্রামে ৬১ জোড়া যমজ
ভালুকা নিউজ ডট কম, ডেস্ক: পৃথিবীতে কত কিছুই না ঘটছে বৈচিত্রতার বার্তা নিয়ে। সম্প্রতি এমনই এক গ্রামের সন্ধান পাওয়া গেছে যাকে কথায় যমজ ভূমি হিসেবে বিবেচনা করা যায়। এক গ্রামে বাস করে ৬১ জোড়া যমজ। চমকে ওঠার মতোই খবর বটে। দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের এই গ্রামটির নাম ভেলিকায়া কোপানিয়া। গ্রামের মোট জনসংখ্যা চার হাজার। স্থানীয় কাউন্সিলর মারিয়ানা সাভকা জানান, ২০০৪ সাল থেকে এই গ্রামে হঠাৎ করে যমজ শিশু জন্মের সংখ্যা বেড়ে যায়। তারপর থেকে প্রতি বছর অন্তত দুই বা তিন জোড়া যমজ শিশু জন্মে চলেছে। ১২২ জন যমজের হাত ধরে খুব শীঘ্রই এই গ্রামের নাম জায়গা করে নিতে চলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু এক গ্রামে এতো বেশি সংখ্যক যমজ জন্মের কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস, সেখানকার পানিই এই যমজ প্রবাহের কারণ। সূত্র: ইত্তেফাক