ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকায় সাংবাদিকের বাসায় দিনের বেলা তালা ভেঙ্গে চুরি

ভালুকা নিউজ ডট কম: ভালুকায় (০১ফেব্রুয়ারী) সোমবার সকাল ১১ টার দিকে পৌর এলকার ৪ নং ওয়ার্ড তোতাখার ভিটায় আজকের সংবাদ পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি দীনা খানের বাসায় দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরের দল বাসার তালা ভেঙ্গে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সাংবাদিক দীনা খান জানান, সোমবার সকালে বাসায় তালা দিয়ে তারা স্বামী-স্ত্রী দু’জনে যে যার কর্মস্থলে চলে যান। সে কিছু সময় প্রেসক্লাবে অবস্থানের পর বাসায় ফিরে দেখেন তালা ভাঙ্গা। বাসার ভেতরে প্রবেশ করে দেখেন ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে ১ লাখ ৪১ হাজার নগদ টাকা ও কাপড়চোপড় সহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।