ভালুকার মাস্টারবাড়ী নিউ মার্কেটে লালন মেলা

ভালুকা নিউজ ডট কম, স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ীতে তিন দিন ব্যাপী লালন মেলার উদ্ভোধন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে মাস্টারবাড়ী নিউ মার্কেট এর শুভ উদ্ভোধন উপলক্ষ্যে এক লালন মেলার আয়োজন করা হয়। লালন মেলা পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জামাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসন্ন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোয়ন প্রত্যাশী তোফায়েল আহমেদ বাচ্চু, অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন মেধাসিড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মনোনয়ন প্রত্যাশী তরুন ব্যবসায়ী আবু হানিফা প্রধান। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন যুবলীগ নেতা আব্দুর রাশিদ ঢালী, হানিফ মুহাম্মদ নিপুন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পদক খলিলুর রহমান মাসুদ, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পদক হবিরবাড়ী ইউনিয়ন আঞ্চলিক শ্রমীকলীগ আমির হোসেন আমু, ডাঃ তন্ময় আহমেদ, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির প্রমূখ।
মেলার প্রথম দিন কুষ্টিয়া লালন কুঠি থেকে আগত লালন শিল্পীরা সারা রাত ব্যাপী লালন সংগীত পরিবেশন করে দর্শক মাতিয়ে রাখেন।
লালন মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আঃ সাত্তার মাস্টার প্লাজা, ভাই বোন সুপার মার্কেট ও মাস্টারবাড়ী নিউ মার্কেট এর মহাব্যবস্থাপক মোঃ শাহজাহান মিয়া।