ভালুকায় সুপ্তি সোয়েটারের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত শতভাগ কমপ্লায়েন্স ফ্যাক্টরি ও শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান সুপ্তি সোয়েটার লিমিটেডের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (৫ ফেব্রুয়ারী) ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সাংবািদক আওলাদ হোসেন রুবেলের উপস্থাপনায় ও সুপ্তি সোয়েটারের চেয়ারম্যান রাকিব উদ্দিন ঢালী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্তি সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোস্তাফিজুর রহমান মামুন। উপস্থিত ছিলেন পরিচালক শিহাব উদ্দিন ঢালী জি এম (এডমিন) আনসার আলী, জি এম (মার্কেটিং) ইকবাল আহমেদ মিলন, হেড অব অপারেশন মাহবুব আলম, ফ্যাক্টরি ম্যানেজার আবু নোমান পাটোয়ারি, এইচ আর ও কমপ্লায়েন্স ম্যানেজার মনির হোসেন আরিফ, কিউসি ম্যানেজার মিকাইল মুন্সী, একাউন্টস অফিসার শাহজাহান সিরাজ প্রমুখ।
দিনব্যাপী নানা খেলাধুলা, পুরষ্কার বিতরণ, রেফেল ড্র আর বাহারী খাবারে আপ্যায়ন শেষে সন্ধ্যার পর পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন নৃত্য ও গানের শিল্পীেদর পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান। সবশেষ মঞ্চে গান গেয়ে হাজারো দর্শককে মাতিয়ে রাখেন ক্লোজআপ ওয়ান তারকা সাজু, চ্যানেল আই সেরাকন্ঠ তারকা ঝুমুসহ স্থানীয় শিল্পীবৃন্দ।