সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকা বাস চাপায় নিহত-১, আহত ১০
ভালুকা নিউজ ডট কম :
ভালুকায় বাস চাপায় এক সাইকেল আরোহী নিহত ও বাস উল্টে ১০যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের উপজেলা আমতলী কটন মিলের সামনে এই ঘটনা ঘটে।
জানাযায়, ঘটনার সময় সাইকেল যোগে মাস্টারবাড়ি থেকে সিডস্টোর আসার পথে রাজমিস্ত্রী খাইরুল ইসলাম (২৭)কে শেরপূরগামী একটি বাস পিছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীরা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় মারাযান।বাস উল্টে ১০বাস যাত্রী আহত হন। নিহত খাইরুল ইসলাম নেত্রকোণা জেলার সদর উপজেলার স্বল্পলুকিয়া গ্রামের এখলাছ ফকিরের ছেলে।