হবিরবাড়ী মুসলিম এতিমখানা ও বাহারুল উলূম আলিম মাদরাসা’র ইসলামী মহ-সম্মেলন অনুষ্ঠিত

ভালুকা নিউজ ডট কম; স্টাফ রির্পোটার: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের “হবিরবাড়ী মুসলিম এতিমখানা ও বাহারুল উলূম আলিম মাদরাসা’র ইসলামী সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মাঠে ১০ ও ১১ ফেব্রুয়ারী দু’দিন ব্যাপী এ ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের সম্মেলনে হবিরবাড়ী বাহারুল উলূম আলিম মাদরাসা’র গর্ভণিং বডির সভাপতি আলহাজ্ব এ বি সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। প্রধান বস্তা ছিলেন কেরাণীগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ মোঃ কাজী মা’রুফ বিল্লাহ, আরও ওয়াজ করেন হযরত মাওঃ জাফর আহাম্মদ সিরাজী ও হযরত মাওঃ মোহাম্মদ নিসার উদ্দিন জামিল।
দ্বিতীয় দিনের সম্মেলনে হবিরবাড়ী মুসলিম এতিমখানা, বাহারুল উলূম আলিম মাদরাসা’ ও বায়তুল আজিজ জামে মসজিদ’র খতিব মাওঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। প্রধান বস্তা ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও পিস টিভি বাংলা’র আলোচক ইস্কাটন গার্ডেন জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আল্লামা মীর শোয়াইব আনসারী, আরও ওয়াজ করেন হযরত মাওঃ আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ মোঃ রফিকুল ইসলাম ও হযরত মাওঃ মোঃ আবু রায়হান।
মহাসম্মেলনের মিডিয়া পার্টনারছ ছিল ভালুকা নিউজ ডট কম।