কবিতাসাহিত্য সাধনা
বাংলা কথা:- আবুল বাশার শেখ

একটি দেশের দু’টি ভাষা
একটি তার বঞ্চিত,
ক্ষমতাসীন শাসক গোষ্ঠী
একটিতে ছিল প্রীত।
অফিস কিংবা আদালতে
একটি ভাষা চলতো,
বাহিরে থাকা মানুষগুলো
অন্য ভাষা বলতো।
মা শেখাতেন একটি ভাষা
কাব্য, গান আর গল্পে,
মুখের ভাষায় বাঙালীরা
সন্তোষ ছিলেন অল্পে।
তবুও হানাদার রুক্ষ
বাংলা ভাষার প্রতি,
ষড়যন্ত্র করলো তারা
করতে ভাষার ক্ষতি।
বায়ান্নর একুশ তারিখ
বাংলা ভাষার তরে,
রাজপথের তপ্ত বালুতে
বাঙালীর রক্ত ঝরে।
ক্ষান্ত হয়নি বাঙালী
আদায় করেছে ভাষা,
যে ভাষাতে কথা বলে
মজুর, মুটে ও চাষা।
এই বাংলা গর্ব মোদের
গর্ব সারা বিশ্বে,
বাংলা মায়ের বুক ভরে
পালন করার দৃশ্যে।