বাংলা ভাষা ও একুশে বইমেলা

আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ
নির্বাহী পরিচালক,
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, ভালুকা, ময়মনসিংহ।
খোকা মাকে বলে- ‘মা পশ্চিম পাকিস্তানীরা চায়, তোমার মুখের ভাষা কাইড়া নিতে
আমরা কি পারিনা মা, ওদের থামিয়ে দিয়ে, তোমার মুখের ভাষা ঠিক রাখতে?
তোমার মুখ বন্ধ কইড়া দিব, তোমারে প্রাণ খোলে কথা বলতে দিবোনা?
এর জন্য আমরা রক্ত দিব, তবু তোমার মুখের কাইড়া নিতে দিমু না।
এই বলে খোকা বেড়িয়ে যায় মিছিলে, আওয়াজ তুলে আমার ভাষা বাংলা ভাষা,
প্রতিবাদে মুখরিত হয়ে জানিয়ে দেয়, তোমাদের চাতুরী বন্ধ করে দিবে আমার দেশের চাষা।
মায়ের বুকে জাগে অনেক আকাঙ্খা, জাগে অনেক আশা,
খোকা ফিরে আসবে বীরের বেশে প্রতিষ্ঠিত করে নিজ ভাষা।
খোকা আর ফিরল না মায়ের মুখের ভাষার জন্য লাশ হল,
ভাষার জন্য সংগ্রাম, বাঙালীর ভাষা প্রীতি, আর কিভাবে দেবে বল?
আজ বাংলা ভাষা ধীরে ধীরে গৌরাবান্বিত হয়ে গুরুত্বপূর্ণ ভাষায় সমাদৃত,
বাঙালী চেতনা, বাঙালী সংস্কৃতির জাগরণ আজ একুশে বই মেলায় রূপান্তরিত।