জামালপুরে সাত হাজার লিটার পেট্রলসহ ট্যাংক লরি জব্দ :গ্রেপ্তার ৩
জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার গোদাশিমলা এলাকায় আজ শুক্রবার ভোররাতে অবৈধপথে আনা সাত হাজার লিটার পেট্রলসহ একটি ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকা থেকে অবৈধভাবে একটি ট্যাংক লরিতে সাত হাজার লিটার পেট্রল এনে জামালপুর সদর উপজেলার গোদাশিমলা বাজারের ছোঁয়া এন্টারপ্রাইজ নামের দোকানে ড্রামভর্তি করা হচ্ছিল। এ খবর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জামালপুরের কর্মকর্তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাত হাজার লিটার পেট্রলসহ ট্যাংক লরিটি জব্দ করে। এ সময় পুলিশ গোদাশিমলা বাজার এলাকার বাসিন্দা ছোঁয়া এন্টারপ্রাইজের মালিক সানোয়ার হোসেন (২৯), সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বড়বাড়িয়া এলাকার বাসিন্দা ট্যাংক লরির চালক জিয়া সরকার (৩৫) এবং একই এলাকার বাসিন্দা ট্যাংক লরির হেলপার সজিবকে (২৫) গ্রেপ্তার করে পেট্রলসহ ট্যাংক লরিটি থানায় নিয়ে যায়।
ট্যাংক লরির চালক জিয়া সরকারের নিকট থেকে পাওয়া চালান রশিদে লেখা ছিল যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিবেশক সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর এলাকার মেসার্স শাহমোখদুম এন্টারপ্রাইজের প্রো. মোতালেব হোসেন সরকার। তার নিকট থেকে ছয় লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা মূল্যের সাত হাজার লিটার পেট্রল নিয়ে ট্যাংক লরিটি জামালপুর শহরের পূবালী ফিলিং স্টেশনে যাওয়ার কথা। কিন্তু চালক সেখানে যাননি।
জামালপুর সদর থানার ওসি আব্দুল আওয়াল জানান, ট্যাংক লরির চালকের কাছে পাওয়া চালানের তথ্য ভুয়া হওয়ায় ট্যাংক লরিটি পূবালী ফিলিং স্টেশনে না গিয়ে আজ শুক্রবার ভোররাতে গোদাশিমলা বাজারে ছোঁয়া এন্টারপ্রাইজের দোকানে চোরাকারবারী হিসেবে পেট্রল নামিয়ে ড্রাম ভর্তি করা হচ্ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।