ঢাকাবিভাগীয় খবর

‘কাউন্সিলের পর আন্দলোন করতে মাঠে নামতে চায় বিএনপি’

ঢাকা অফিস: বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, দেশের ও জনগণের স্বার্থে কাউন্সিলের পর বিএনপি মাঠে নামতে চায়। শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরামের আয়োজিত ‘গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা’ শীর্ষক আলোচন সভায় তিনি এই কথা বলেন।
আসন্ন কাউন্সিল সম্পর্কে বিএনপি’র নেতা হাফিজ উদ্দিন বলেছেন, আশা করছি এখানে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসবে। এছাড়া এবার কিছু উপ-কমিটিও গঠন করা হবে।
কেন্দ্রীয় কাউন্সিল করার জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্যের ঘোষণা দিয়েছে বিএনপি। এ নিয়ে এখন দলের ভেতরে চলছে গোছগাছ। সারা দেশের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান এই নেতা। এ সময় বিএনপি’র অন্যান্য কার্যনির্বাহী সদস্যগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button