বিভাগীয় খবরময়মনসিংহ
ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায় একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-ভৈরবে ট্রেন যোগাযোগ সাময়িকীর জন্য বন্ধ হয়ে গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে এই দূর্ঘটনা ঘটে।
কেওয়াটখালী লোকোশেডের পরিদর্শক আব্দুল আউয়াল জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেনটি শুক্রবার গৌরীপুর রেলস্টেশনের কাছে দূর্ঘটনা কবলিত ময়মনসিংহ-মোহনগঞ্জে চলাচলকারী ২৬১ আপ লোকাল ট্রেনটি উদ্ধারে যায়। সেখানে কাজ শেষ করে লোকো ইয়ার্ডে ফেরার সময় ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, বগি উদ্ধারে কাজ চলছে। ঘণ্টা দেড়েকের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।