নিতান্তই ক্ষুদ্র স্বপ্ন

আমি নিতান্তই ছোট মানুষ।
আমার স্বপ্নগুলোর আকারও আমার মতোই ক্ষুদ্র।
তুমি বললে বলেই আমারা স্বপ্নরা কিন্তু মিছে হবে না
আমার কোনো স্বপ্ন নাই! তুমি বললে আমি শুনে খুশি হলাম-
সুদূর পরাহত আমারও একটা স্বপ্ন আছে,
সবাই যখন ঘুমিয়ে পড়ে, নিঝুম রাতে
আকাশ গাঙ্গে ভেসে যায়, মেঘের ভেলা।
রাতের আকাশ আমার স্বপ্ন আঁকা নির্সগটা হঠাৎ ঝরে
শিশির ফোঁটা মত করে জ্যোৎস্নামাখা রাত্রি
আশ্চার্যান্বিতও বটে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে?
জ্যোৎস্না রাতো কতই না মধুর
ঐ রাতে ঘুমের ঘরে এই ব্যতিক্রম স্বপ্ন দেখে
জেগে উঠি জেগে দেখি এতো সুন্দর রাতের স্বপ্ন
দেখতে, দেখতে রাত কেটে গেল।
তুমি তো পরিপূর্ণ মানব
কোনো জড় পদার্থ নও।
তবে কি স্বপ্ন দেখতে ভয়
নাকি স্বপ্ন তোমার সব কেনা শেষ !
সমীকরণটা কেমন এলোমেলো
কোনো সূত্রেই ঠিক মিলল না।
স্বপ্ন আছে বলেই আমি তোমাকে নিয়ে ভাবি
আমি আমরা থাকলে স্বপ্নও থাকবে। এটাই সত্য ,
তুমি না চাইলেও তোমার মনের ঘরে দরজায় স্বপ্ন আসবে
তবে তুমি যদি নিঃশেষ হও সেটা ভিন্ন
ঘুরে-ফিরে স্বপ্ন আসবে তোমার কাছে বার্তা নিয়ে ।
তোমাকে পথ দেখাবে,নিয়ে যাবে সীমাহীন গন্তব্যে।
একদিন তুমি স্বপ্নের দেখা পাবে,
স্বপ্নের আসতে কোন সময় লাগে না
স্বপ্নের সাথে হবে ঘর-গেরস্থালি, প্রজন্মের পর প্রজন্ম।
এখনো তোমার বুঝতে বাকি_ তোমার স্বপ্ন ঘুমিয়ে
আছে তোমার মনের গহীনে অরন্যে ।
আমি তাই কিছু স্বপ্ন দিলাম তোমার পথে ছেরে
আমরা সকল স্বপ্ন তোমার শাসনের জালে বন্দি ।