তুমি যখন আমার ছিলে-সফিউল্লাহ আনসারী
তুমি যখন আমার ছিলে;আমিই ছিলাম
বেজায় প্রেমিক;মাতাল কবি ছিলাম আমি।
তুমি যখন আমার ছিলে !
এখন তা সব অন্যরকম;কেনো হলো এমন
হলো !কোন কারনে আমি এখন তোমার থেকে
দুরে অনেক;অনেক দূরে ।
আমি আমি তেমনি তোমার;প্রেমিক পাগল
দ্ধন্ধ ভূলা ছন্দ কবি ! আগের মতোই পংক্তি সাজাই
মূর্ছনাতে হৃদয় বাজাই;কষ্টে দারুন সময় কাটাই
তোমার নামেই পুঁজোর থালায় মোমবাতিটা
আলোয় জাগে ! কেন হলো,এমন বলো;তুমি
গেছো।কোথায় গেছো ? নিয়ে আমার সকল চাওয়া
এবং গেছো সুখের সময়;গেছো নিয়ে স্পর্শ-প্রীতি,কোমল পরশ
রাত পোহাবার কাব্যমালা।
আমি আজো তোমার আছি।রাত্রী জাগী,কাব্য লিখি
ছন্দতো নেই আগের মতোন।
তুমি যখন আমার ছিলে।আমার ছিলো;সবই ছিলো
যা চেয়েছি।তোমায় ঘিরে।
আজকে আমি নি:শ্ব বিষম।যন্ত্রনাতে দিনগুলি যায়
প্রতিক্ষাতে,আশায়-আশায়………………..
যেনো তুমি কষ্ঠ পাবে ? কষ্ঠ পেলেও বলছি শেনো
আজো তুমি মিশে আছো আমার সকল অস্তিত্ব আর
ভালোবাসায় !