ভালুকা পৌরসভাসারা ভালুকা

ভালুকায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২মার্চ) দুপুরে বসতঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নিহতের লাশটি উদ্ধার করা হয়।
পুরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আব্দুস ছালামের বাসায় পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দর রাজ্জাক আলীর স্ত্রী হাসিদা বেগম একমাত্র মেয়ে লাকী আক্তারকে (১৫) নিয়ে ভাড়ায় থেকে উভয়েই উপজেলার কাঠালী রাসেল টেক্সটাইল মিলে চাকরী করতো। গত ২০ দিন আগে লাকীকে টাঈাইল জেলার জনৈক আপন মিয়া নামে এক যুবকের সাথে মেয়ের অসম্মতিতে বিয়ে দেয় তার মা। বিয়ের পর থেকে লাকী তার শশুর বাড়ি না গিয়ে স্বামীকে নিয়ে মায়ের বাসায় অবস্থান করে চাকুরী করে আসছিল। মঙ্গলবার সকালে লাকীর স্বামী টাঈাইল চলে গেলে মা মেয়ে কর্মস্থল থেকে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালেও মা মেয়ে এক সাথে নাস্তা খাওয়ার পর মা হাসিদা বেগম বাজার করতে যান। দুপুরে মা বাসায় গিয়ে দেখেন লাকী তাদের বসতঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় নববধুর লাশ উদ্ধার করে।
এলাকাবাসি জানান, মেয়ের অসম্মতিতে অল্প বয়সে বিয়ে দেয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button