প্রাণের বাংলাদেশবন ও পরিবেশ
ভালুকায় প্রায় দুই কোটি টাকা মূল্যের বনের জমি দখলের চেষ্টা
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের কাশর গড় মৌজার প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারী বনের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের কাশর মৌজার ৮৬ শতাংশ সরকারী বনের জমি তাজ গার্মেন্টস নামের একটি কোম্পানি দখল করে সীমানা প্রাচির নির্মান করছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। একাধিক সূত্র জানায়, জনৈক ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও আলহাজ্ব মোজাম্মেল হক নামের দুই লোক স্থানীয় জমির দালাল রিপন ও জাফরের সহযোগিতায় জনৈক ব্যক্তির কাছ থেকে উক্ত জমি ক্রয় করে। যার পুরোটাই সরকারী বনের জমি।
স্থানীয় বন কর্মকর্তার বাধা উপেক্ষা করে রাতের আধারে সীমানা প্রাচিরের কাজ চালিয়ে যাচ্ছে বলে বন বিভাগ সূত্রের দাবি।