ভালুকা ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
ভালুকা নিউজ ডট কম : ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামে থেকে শুক্রবার সন্ধ্যায় মাদক বিরোধী স্থানীয় কতিপয় যুবকদের সহযোগিতায় রমজান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এর আগে ঐ যুবকদের সহযোগিতায় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী শান্তিগঞ্জ ও শিবগঞ্জসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত জজ মিয়া (৩২) ও রিমন (২৫)সহ আরও কয়েকজন মাদকের ব্যবসায় করে আসছে। ফলে এলাকার যুবকরা ধ্বংসের দিকে যাচ্ছে। এতে অভিভাবকদের মাঝে এক ধরণের আতংকের সৃষ্টি হয়। স্থানীয় যুবক উত্তরা ইউনিভার্সিটির বিএ অনার্সের ছাত্র সাব্বির আহাম্মেদের নেতৃত্বে আশিকুর রহমান রিগান, তামীম ইমতিয়াজ পিয়াল ও সুমিত হাসান মাদক বিক্রেতাদের কাছে ক্রেতা সেজে ইয়াবা কিনতে গিয়ে ভালুকা মডেল থানা পুলিশকে অবহিত করলে। একদল পুলিশ গত ২৭ ফেব্রুয়ারী উপজেলার মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে ইয়াবা ব্যবসায়ী জুজন ওরফে জজ মিয়া (৩২) ও দক্ষিণ চান্দরআটি গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিমনকে (২৫) ৫১২ টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে রিপন-১ নামে এক ক্রেতার কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রির ১৬ হাজার ১১০ টাকা বকেয়া, আপেল নামে এক ক্রেতার কাছে ১১ হাজার ৭৩৫ টাকা, রিপন-২ নামে এক ক্রেতার কাছে ১৫ হাজার ১১০ টাকা বকেয়াসহ ৩৬ ক্রেতার কাছে এক লাখ ২৮ হাজার ৯৫৫ টাকা বাকির তালিকা উদ্ধার করে। এ ছাড়া শুকক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় মডেল থানার এএসআই রুপম চন্দ্র সরকার ওই যুবকদের সহায়তায় রমজান নামে আরো এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এলাকার ঐ যুবকরা জানান, আমাদের এলাকায় যাতে কেউ মাদক ব্যবসায় বা সেবন করতে না পারে আমারা যুব সমাজ এর প্রতিরোধ গড়ে তোলবো। আমাদের মতো প্রতি এলাকায় যুবকরা যদি মাদকে বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলে দেশ অবশ্যই মাদক মুক্ত হবে।