চট্টগ্রামবিভাগীয় খবর

শাশুড়িকে ধর্ষণের দায়ে ঘরজামাই গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: নিজ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে আরশাদুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর হারুয়ালছড়ি ইউনিয়নে নিজ বাড়িতেই এই চাঞ্চল্যকর ঘটানাটি ঘটে।

শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরশাদুল উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিম নগর গ্রামের কোরবান হাজীর বাড়ীর জনৈক মো. ইউনুছের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাহাব উদ্দিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাতে একমাত্র মেয়ের জামাই আরশাদুল (৩৫) তার আপন শাশুড়িকে ধর্ষণ করলে ধর্ষিতা অসুস্থ হয়ে পড়ে। ২৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন চিকিৎসা শেষে গত বুধবার বাড়িতে আসেন শাশুড়ি। পরে শুক্রবার নিজে বাদি হয়ে ঘরজামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ভূজপুর থানায় মামলা দায়ের করেন তিনি।

ভূজপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে ও ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button